ন্সীগঞ্জ জেলা ঢাকা থেকে মাত্র ২6 কিলোমিটার দূরে। ঢাকায় গুলিস্তান থেকে মুন্সীগঞ্জের উদ্দেশ্যে ছেড়ে যাওয়া কয়েকটি কোম্পানির মিনিবাস রয়েছে। সিরাজদিখান-শ্রীনগর উপজেলা রাস্তাটির মাধ্যমে মুন্সিগঞ্জ সদর উপজেলায় পৌঁছা যায়। ঢাকা থেকে মুন্সীগঞ্জ সদর উপজেলাগামী কিছু বাস রয়েছে যা মানানীয় রাষ্ট্রপতির বাসভবনের দক্ষিণ গেইট থেকে ছাড়ে, যেমন ঢাকা পরিবহন, দিঘিরপার পরিবহন এবং কুসুমপুর পরিবহন ইত্যাদি।
সবচেয়ে সহজ উপায় হচ্ছে যাত্রাবাড়ী-পোস্টগোলা-পঞ্চবতী সড়কটি অনুসরণ করা যা মুকতারপুর সেতুর সাথে সংযুক্ত এবংএ সেতুটি অতিক্রম করার কিছুদূর পরেই মুন্সীগঞ্জ সদর উপজেলা। আরেকটি সহজ উপায় হলো, বায়তুল মোকাররম মসজিদের দক্ষিণ গেট থেকে 'বাঁধন' বা 'শীতল' নামের পরিবহনে যাত্রা করা এবং মাত্র 35 মিনিটের মধ্যে নারায়ণগঞ্জ লঞ্চ ঘাটে অবতরণ করে তারপর মুন্সীগঞ্জগামী লঞ্চ যোগে যাত্রা শুরু করা এবং 35 মিনিটের পরে মুন্সীগঞ্জে লঞ্চ টার্মিনালে অবতরণ! লঞ্চ সেবাগুলি সারা দিন চলে এবং ভোর 6-7 থেকে 8 টা পর্যন্ত প্রতিটি অর্ধ ঘন্টা পরে উপলব্ধ। ইডরাকপুর উপজেলা পরিষদের ভবনে মাঠ পর্যায়ে উপজেলা কৃষি অফিস অবস্থিত।
Planning and Implementation: Cabinet Division, A2I, BCC, DoICT and BASIS